রায়হান কবির রাজন যুক্তরাজ্যের গ্লিনডোর (এষুহফৎি) ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেছেন। তার এ উচ্চতর ডিগ্রি লাভের স্বপ্ন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করায় তিনি তার পিতা-মাতার কাছে কৃতজ্ঞ। সেই সাথে তিনি তার সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বন্ধুÑবান্ধব ও আত্মীয় স্বজনের অবদানের কথা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। রায়হান কবির রাজন নবীগঞ্জ উপজেলার ঘোলডুবা গ্রামের বাসিন্দা ও বর্তমানে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে বসবাসরত আর.কে কাপ্তান মিয়া ও মিসেস আমিরুন নেছার প্রথম পুত্র। তিনি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থী।