প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রিজ এর প্রেসিডেন্ট ও কার্যকারী কমিটিকে সংবর্ধনা দিয়েছে বগলা বাজার ব্যবসায়িবৃন্দ। গতকাল সন্ধ্যা ৭টায় শহরের বগলা বাজার বিসমিল্লাহ মার্কেট প্রাঙ্গনে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অসিত রায়। এতে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডান্ট্রিজ এর প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চেম্বারের কার্যকরী কমিটির পরিচালক মোঃ দেওয়ান মিয়া, ফখরুল আলম বাবুল, মিজানুর রহমান মিজান, এনএম ফজলে রাব্বি রাসেল, দুলাল সূত্রধর, জয়নাল আহমেদ, জনি প্রমুখ।
সভায় বক্তব্য রাখেন, বিজয় বনিক দ্বিজু, ঝন্টু দেব, পিনাকি চৌধুরী ও বিজয় রায়। অনুষ্ঠান শুরুতেই প্রধান অতিথি ও কার্যকরী কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
রুপক দেবের পরিচালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, রুপক বনিক, নেপাল বনিক, অমল বনিক, উত্তম বনিক (ছোট), কৃষ্ণ বনিক, মোঃ রাজন মিয়া, জীবন খান, বাবুল দেব, ধীরেন্দ্র বনিক, রাজন বনিক, সুব্রত বনিক শুভ সহ সর্বস্থরের ব্যাবসার্য়িবৃন্দ।