স্টাফ রিপোর্টার ॥ হাওর বেষ্টিত রউয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। সন্নিকটে কোন গ্রাম নেই, চারিদিকে হাওর, এরই মধ্যে ঠাই দাড়িয়ে আছে রউয়াইল গ্রাম। বর্ষাকালে দুর থেকে দেখলে এ গ্রামটিকে একখন্ড দ্বীপ বলেই মনে হয়। বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে অন্তর্গত এ গ্রামটি। গ্রামের শিশুদের পড়ালেখার জন্য রয়েছে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। গ্রামের লোকজনদের জীবন মান এবং বিদ্যালয়টি পরিদর্শনের জন্যই এমপি কেয়া চৌধুরী গত মঙ্গলবার সে গ্রামে যান। গ্রামের বিদ্যালয়ের বেহাল অবস্থা দেখে তিনি এর উন্নয়নের আশ্বাস দেন। তঁর আশ্বাসে গ্রামবাসী অনেকটাই ভরসাও পেয়েছে। এ বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা শতাধিক। শিক্ষক মাত্র একজন। আছেন একজন পিয়ন। শিক্ষক সংকটে মাঝে মধ্যে পাঠদানের দায়িত্ব নিতে হচ্ছে তাঁকেও (পিয়ন)। বর্ষায় বিদ্যালয়ের চারিদিকে পানি থৈ থৈ করে। সে সময়ে নৌকা ছাড়া বিদ্যালয়ে যাতায়াতে শিক্ষার্থীদের অন্য কোন ভরসা নেই। নিজ চোখে প্রত্যক্ষ করে এবং শিক্ষক-শিক্ষার্থীদের কাছ থেকে স্কুলের নানা সমস্যার কথা শুনেন এমপি কেয়া চৌধুরী। তিনি বিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।