সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বানিয়াচঙ্গের মুক্তিযোদ্ধা অনিল দাসের মানবেতর জীবন যাপন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৪৮০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ এর বিদ্যাভূষন পাড়ার বীর মুক্তিযোদ্ধা অনীল দাস জীবনের শেষ প্রান্তে এসে মানবেতর জীবন যাপন করছেন। একমাত্র বসত ভিটার ঘরটি অত্যন্ত ঝরাজীর্ণ। যেকোন সময় ঘরটি পরে যেতে পারে। পুত্র সন্তানহীন অনীল দাস ৪ কণ্যা, স্ত্রী, নাতী-নাতনীসহ ৯ জন সদস্যের জন্য একটি নিরাপদ ঘর তৈরী করতে পারছেন না। মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া পাচ্ছেন না সরকারী কোন সুযোগ সুবিধা। বৃদ্ধ বয়সে তিনি সারাদিন কেচু কুড়িয়ে রাতে হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন।
baniachong pic mukti judda anil das 03.11.2014এলাকাবাসী জানান, বানিয়াচঙ্গ ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের বিদ্যাভূষন পাড়ার বিধোর চন্দ্র দাসের পুত্র মুক্তিযোদ্ধা অনীল চন্দ্র দাস। শিশুকালে তার পিতা মারা যান। ১৯৭১ সালের ২৮ মার্চ সাবেক এমপি গোপাল কৃষ্ণ মহারতেœর বড়িতে আগুন দেয় পাকিস্তানী হানাদাররা। পাশের বাড়িতে পাকিস্তানীদের হামলায় প্রতিবাদী হয়ে উঠেন অনীল দাস। স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে তিনি চলে যান নবীগঞ্জ উপজেলার দিনারপুর খাগাউড়া গ্রামে। ১৯৭১ সালের মে মাসে অনেক চেষ্টার পর সাবেক বিমান বাহিনীর কমান্ডার ও তখনকার মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ গণির সাথে সাক্ষাৎ করতে সক্ষম হন অনীল দাস। অনীল দাস যোগ দেন মুক্তিযুদ্ধে। কলকাতার ইকুওয়ান নামক ক্যাম্পে ২১ দিনের ট্রেনিং শেষ করে তিনি বাংলাদেশে ফিরে আসেন। দেশে এসে কমান্ডার গণি মিয়ার অধীনে সুনামগঞ্জ টেকার ঘাটে হানাদার বাহীনির সাথে সরাসরি যুদ্ধে অংশ গ্রহন করেন। সুনামগঞ্জসহ বিভিন্ন এলাকায় জীবন বাজি রেখে যুদ্ধ করে বাংলাদেশের লাল সবুজের পতাকা ছিনিয়ে এনে অনীল দাস ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর বাড়ি ফিরে আসেন। অনীল দাস ৪ কণ্যা সন্তানের জনক। ২ কণ্যাকে বিয়ে দিলেও তাদের স্বামীর বাড়ি-ঘর না থাকায় তাদেরকেও থাকতে হয় পিতার ভিটে। ২ কণ্যা সন্তান ৫ম শ্রেণী পর্যন্ত লেখা পড়া করে পিতার সহায়তায় সিলাইয়ের কাজ করছে তারা। সরজমিনে অনীল দাসের খোজ নিতে গিয়ে দেখা যায়, তিনি তার বাড়ির সামনে কেঁচু কুড়াচ্ছেন। ৬১ বছর বয়সে অনীল দাস সারাদিন মাছ ধরার জন্য কেঁচু কুড়িয়ে রাতে হাওরে চলে যেতে হয়। অনীল দাস জানান, মায়ের রেখে যাওয়া টিন সেটের ঘরটি চার দিকে ভেঙ্গে যাচ্ছে। তিনি জানান, টাকার অভাবে মেয়েদের পড়াশুনা করাতে পারি নাই। মরে যাওয়ার পূর্বে স্ত্রী সন্তানদের জন্য একটি নিরাপদ ঘর তৈরী করে যেতে পারলে নিশ্চিন্তে মরতে পারতাম।
অনীল দাসের স্ত্রী জানান, সরকারী মুক্তিযোদ্ধা ভাতা ছাড়া তাদেরকে ইউনিয়ন অফিস থেকে সরকারী কোন সাহায্য সহযোগীতা দেওয়া হয়না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com