শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ৩৫ লিটার চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী অনু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ স্টশন রোড ইসলামী ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই মদসহ তাকে গ্রেফতার করে।
সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের মৃত চুনু মিয়ার পুত্র। বর্তমানে শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর গ্রামে বাসা ভাড়া করে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা, জুয়া ও ভাঙ্গারী ব্যবসা করে আসছে।
জানা যায়, অনু মিয়া এ পর্যন্ত ৪টি মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী। সে পুলিশের চোখে ফাকি দিয়ে দীর্ঘ দিন ধরে এসব ব্যবসা করে যাচ্ছে।
সূত্রে জানায়, অনু মিয়া চুনারুঘাট উপজেলার লালচান্দ ও দেউন্দি চা-বাগান থেকে প্রতিদিন চোলাই মদ সংগ্রহ করে শায়েস্তাগঞ্জ থানার নুরপুর ইউনিয়নের সুতাং বাজার মুচি পট্টি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজার, রেল গেইট মুচি পট্টি ও শায়েস্তাগঞ্জ রেল ওয়ে স্টেশনের পশ্চিমে মেথর পট্টি সহ বিভিন্ন স্থানে সরবরাহ করে।