প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘আর্থ-সামাজিক নিরাপত্তায় সমবায়’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় হবিগঞ্জেও ৪৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় দিবস উৎযাপন করতে হবিগঞ্জ দুগ্ধ খামার সমবায় সমিতির নেতৃবৃন্দসহ সকল সদস্যগণ যোগ দেন। তারা রাজনগরস্থ সমিতির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে জেলা কলেক্টরেট প্রাঙ্গণে সমবায় বিভাগের র্যালীতে যোগ দেন। শনিবার সকাল সাড়ে ৯টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সাইফুর রহমান হলে এক আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুর রউফ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হগিঞ্জ ৩ আসনের সংসদ সদস এডঃ মোঃ আবু জাহির। স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উদ্দিন, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী, সমবায়ীদের মধ্যে হবিগঞ্জ দুগ্ধ খামার সমিতির সাধারণ সম্পাদক মোঃ আকির হোসেন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোঃ মনোহর আলী, সদস্য সালাহ উদ্দিন আহমদ, স্বপন গোপ, পিন্টু গোপ, মিটু গোপ, জীবন গোপ, ক্ষীপেশ গোপ, শাজাহান মিয়া, উছমান মিয়া, কাইয়ূম মিয়া, বুলবুল মিয়া, প্রনব চক্রবর্তী, এনামুল হক, শিপন চৌধুরী, হামিদ মিয়া, তাজুল মিয়া ও সোনহর আলী, জব্বার আলী, এনামুল হক প্রমুখ। সমবায় দিবসে তারা বলেন, সমিতির মাধ্যমে খামারের দুগ্ধ বাজারজাত করতে সংসদ সদস্য ও স্থানীয় প্রশাসনের কাছে সার্বিক সহযোগীতার কথা তুলে ধরেন।