মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালের দিকে মাধবপুর-ধর্মঘর সড়কের মনতলা রেলওয়ে ষ্টেশনের কাছ থেকে এ পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়-ওই দিন সকাল সাড়ে ৮ টায় গোপন সূত্রে খবর পেয়ে মনতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই জহিরুল ইসলাম ওই এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।