শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে বাহুবল মডেল প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ৪২৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ উৎসবমুখর পরিবেশে বাহুবল মডেল প্রেসক্লাব-এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্লাব কার্যালয়ে এ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৪৩ জন ভোটারের মধ্যে ৪২ জন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নূরুল ইসলাম নূর, সহ-সভাপতি পদে মোঃ নূরুল আমীন ও মোস্তফা কামাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এম. শামছুদ্দিন ৩৫ ভোট, যুগ্ম-সম্পাদক পদে সাইফুর রহমান জুয়েল ৩২ ও এফ আর হারিছ ৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অর্থ ও দপ্তর সম্পাদক পদে এম এ মজিদ তালুকদার ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার সম্পাদক পদে মোঃ আজিজুল হক সেলিম ও দিদার এলাহী সাজু সমান সংখ্যক ২১টি করে ভোট পান। পরে দিদার এলাহী সাজু নির্বাচন কমিশনের সমঝোতা প্রস্তাবে সাড়া দিয়ে মোঃ আজিজুল হক সেলিমকে পদটি ছেড়ে দেন। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে এম সেলিম আহমদ আখনজী ৩৩ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ ২৭ ভোট এবং নির্বাহী সদস্য পদে সিদ্দিকুর রহমান মাসুম ৩১ ভোট, সাজিদুর রহমান ৩০ ভোট ও মোঃ নজরুল ইসলাম ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপ-সহকারী প্রকৌশলী এস এম ফারুক ইমাম।
সকাল সাড়ে ৯টায় প্রধান নির্বাচন কমিশনার মোঃ নূরুল ইসলাম মনি, নির্বাচন কমিশনার সমুজ আলী রানা ও এম এ জব্বার ফুল মিয়া পর্যায়ক্রমে ভোট প্রদান করে ভোট গ্রহণ কার্যক্রমের সূচনা করেন। এ ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন বাহুবল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল হক, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ আলী ফরিদ আহমদ, হবিগঞ্জ বারের সদস্য এডঃ রমিজ আলী, জেলা জাপা নেতা এম এ জলিল তালুকদার, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম এ হালিম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন দুলাল, ডেইলী অবজারভারের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল-মামুন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল-রনি, চুনারুঘাট প্রেসক্লাব সদস্য হাছন আলী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, কামরুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, এম এ আহমদ আজাদ ও মহিবুর রহমান তছনু প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com