প্রেস বিজ্ঞপ্তি ॥ সিএনজি চালিত অটোরিক্সার বিরুদ্ধে হবিগঞ্জ মটর মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের বক্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে অটোরিক্সা সিএনজি মালিক সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মোতাচ্ছিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-ভাইস প্রেসিডেন্ট খায়রুল চৌধুরী, শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এর সভাপতি রজব আলী মেম্বার ও শাহাব উদ্দিনসহ জেলার প্রতিটি শাখার নেতৃবৃন্দ। সভায় সিএনজি চালিত অটোরিক্সায় গ্রীর লাগানো সম্পর্কে বক্তাগণ বলেন, একমাত্র ঢাকা, চট্রগ্রাম ছাড়া অন্য কোন জেলাতেই অটোরিক্সায় গ্রীল লাগানো নেই। ঢাকা শহরে অনেক রকম ছিনতাই, চুরি, রাহাজানি ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকান্ড থেকে রক্ষা পেতে সিএনজিতে গ্রীল লাগানো প্রয়োজন। এছাড়া সেখানে মিটারে সিএনজি চালনো হয়। অন্য জেলাগুলো ভৌগলিক কারণে রাস্তাঘাট সরু এবং রাস্তার দু’পাশে খাল, নালা থাকায় কোন কারণে দুর্ঘটনা ঘটলে গ্রীল লাগানো সিএনজি থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়বে। এছাড়া বড় বড় শহরগুলোতে সিএনজিতে মিটার থাকায় একাই একজন যাত্রী সিএনজি ভাড়া নিতে পারেন। কিন্তু আমাদের মত জেলগুলোতে জনসাধারণের তেমন আর্থিক সঙ্গতি না থাকায় ৪/৫ জন মিলে একটি সিএনজি ভাড়া করে যাতায়াত করে থাকেন।
মটর মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহণ শ্রমিকদের উদ্দেশ্যে বক্তারা বলেন-তাদের ৮৫ ভাগ গাড়ির রেজিস্ট্রেশনের মেয়াদ নেই, ৩০ সীটের পরিবর্তে ৪২ সীট এবং ৪২ সীটের পরিবর্তে করা হয়েছে ৫৬ সীট। এছাড়া যাত্রী বহন সংখ্যার কয়েকগুণ বেশী যাত্রী নিয়ে গাড়িগুলো চলাচল করছে। তারা নিজেদের দিকে না থাকিয়ে সিএনজি অটোরিক্সা বন্ধের জন্য উঠে পড়ে লেগেছে। এমতাবস্থায় মটর মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ জানান বক্তারা। মটর মালিক গ্র“প ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের এ ধরণের কর্মকান্ডে কোন ধরণের অস্থিতিশীল পরিবেশের সৃষ্ঠি হলে তাদেরকেই দায়ভার বহন করতে হবে বলে বক্তারা উল্লেখ করেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সিএনজি অটোরিক্সা মালিক সমিতি।