প্রেস বিজ্ঞপ্তি ॥ জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রায়ের প্রতিবাদে জামায়াতের ডাকা ৭২ ঘন্টার হরতালের ১ম দিনের হরতাল চলাকালে নবীগঞ্জে জামায়াত শিবির বিক্ষোভ মিছিল করে। পৌর জামায়াত আমীর সাইদুল হক চৌধুরীর নেতৃত্বে মধ্যবাজার হতে শুরু করে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের হাসপাতালের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে জামায়াত নেতা মিজানুর রহমান চৌধুরী, শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম, সাবেক শিবির সভাপতি ইকবাল হোসাইন খান, শিবির নেতা আব্দুল্লাহ আল মাকনুন, ওবায়দুর রহমান, মোফাজ্জল ইসলাম, দুলন আহমদ, অলি তালুকদার, আজহারুল ইসলাম, আরিফুল হক রাজা, জমির উদ্দিন, হাফিজুর রহমান, মুহিবুর রহমান, রোমান আহমদ, সাইফুর রহমান, সুয়েব প্রমুখ। নেতৃবৃন্দ বলেন আগামী দিনের হরতাল সহ সকল কর্মসূচী বাস্তবায়নের জন্য জামায়াত শিবিরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।