বানিয়াচং প্রতিনিধি ॥ ব্র্যাক শিক্ষা কর্মসূচী আইডিপির উদ্যোগে বিতর্ক বিকাশ ২০১৪ অনুষ্টিত হয়েছে। গতকাল মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত এ বিতর্ক প্রতিযোগিতায় বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়, আড়িয়ামুগুর উচ্চ বিদ্যালয়, হিয়ালা উচ্চ বিদ্যালয় ও ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের বির্তাকিক দল অংশ গ্রহন করে। বিতর্কের বিষয়বস্তু ছিল-‘অধিক শিক্ষিত মানুষ মানেই, পরিবেশ বিষয়ে সচেতন মানুষ নয়’। এতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন টিও মিহির লাল আচার্য্য, প্রভাষক মাহমুদ মিয়া, রিতা রানী দেব, হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া, যুব উন্নয়ন অফিসার সানোয়ার সুলতান, সমবায় অফিসার আলা উদ্দিন, পল্লী উন্নয়ন অফিসার অশোক কুমার মালাকার। প্রতিযোগিতায় ১ম স্থান হওয়ার গৌরব অর্জন করে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। রানার্স আপ হয়েছে আড়িয়ামুগুর উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক আইডিপি এলাকা উন্নয়ন সমন্বয়কারী মোঃ ফকরুল আলম ভূইয়া, মোঃ আল আরিফ, মৃনাল কান্তি।