প্রেস বিজ্ঞপ্তি ॥ ‘‘ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার মত বিনিময় সভায় বক্তাগন বলেন, শিক্ষাঙ্গনে জ্ঞানার্জনের পরিবেশ তৈরি করতে হবে। বৃহস্পতিবার বিকালে মজলিস কার্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুধি ও প্রাক্তন দায়িত্বশীলদের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারী হাবিবুর রহমান জালালের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মোঃ আবু সাঈদ নোমান, জেলা সভাপতি মাওঃ আব্দুল্লাহ, জেলা সেক্রেটারী মাওঃ মোঃ আনোয়ার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ নোমান আহমদ, মাওঃ আশিকুর রহমান, ছাত্র মজলিস কেন্দ্রীয় প্রশিক্ষন সম্পাদক মোঃ আব্দুর রহিম সাঈদ, মাওঃ মাহবুবুর রহমান, মাওঃ আব্দুল করিম, ছাত্র মজলিসের সাবেক জেলা সভাপতি মাওঃ সোহাঈল আহমদ, এইচ এম শাহিন, জুবাইর আহমদ, রবিউল ইসলাম, হাফেজ আবুল খায়ের, নাসিম আরাফাত, ফাবাস্সীর আহমদ, মোঃ জসিম উদ্দিন, আবুল হায়াত, মোঃ ইব্রাহীম, মোঃ সাইফুল ইসলাম, মোজাহিদ, কামরুল ইসলাম, জালাল উদ্দিন প্রমুখ।
বক্তাগন বলেন ইসলামী হুকুমত কায়েমের লক্ষে ছাত্রদেরকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হতে হবে।