নবীগঞ্জ প্রতিনিধি ॥ “আত্মশক্তিতে বলিয়ান ব্যক্তি কখনও দরিদ্র থাকতে পারে না” এই শ্লোগানে নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে গত ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়ে গেল দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ব্র্যাকের সহযোগিতায় ৪ দিন ব্যাপি ২১৭১ তম উজ্জ্বীবক প্রশিক্ষণ কোর্স। সমাপনী দিবসে প্রধান অতিথি ছিলেন পুরুস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান এডঃ মোঃ জাবেদ আলী। প্রশিক্ষণ শেষে ৩৬ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরন করা হয়। এতে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলা সমন্বয়কারী খান মুহাঃ মুজাহীদ ইবনে হাবীব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদ, ইউনিয়ন সমন্বয়কারী শাহ্ গুল আহমেদ কাজল। সহায়ক ছিলেন মোঃ হাছান আলী ও মোঃ জালাল উদ্দিন রুমি।