বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন ॥ এটিএম সালাম সভাপতি, ছনি চৌধুরী সম্পাদক চুনারুঘাটে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাটি কাটার মহোৎসব শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় সাবেক এমপি আবু জাহিরসহ ৭৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় লাবণ্য মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছে সাংবাদিক আব্দুল হাকিমের ছোট ভাইয়ের ইন্তেকাল মোড়াকরি গ্রামে ইয়াবাসহ যুবক আটক শুভ বড়দিন আজ জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের ন্যায্য মূল্য পাওয়ার দাবি মালিকপক্ষের আজমিরীগঞ্জে ইউএনডিপি ৮৩টি নলকূপ বিতরণের তালিকা স্বজনপ্রীতির মাধ্যমে তৈরির অভিযোগ শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঝুঁকি পূর্ণ

ভারতে নিহত ৩ বাংলাদেশীর লাশ ফেরৎ দেয়নি বিএসএফ বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ॥ এলাকায় শোকের মাতম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ভারতীয় নাগরিকদের হাতে নিহত ৩ বাংলাদেশীর লাশ ফেরত দেয়নি বিএসএফ। আজ বৃহস্পতিবার সকালে কোন এক সময় কেদারাকোট সীমান্ত দিয়ে লাশ হস্তান্তর করা হবে বলে বিএসএফ জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বাল্লা সীমান্তের কেদারাকোট নামক স্থানে অনুষ্টিত পতাকা বৈঠকে এ তথ্য দিয়েছে বিএসএফ। ওই পতাকা বৈঠকে ভারতের পক্ষে প্রতিনিধিত্ব করেন বিএসএফ কমান্ডিং অফিসার লেঃ কর্নেল এ,কে বিদ্যাপিট ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বিজিবি ৪৬ ব্যাটালিয়ান কমান্ডিং অফিসার লেঃ কর্নেল নাসির উদ্দিন। নিহত ওই ৩ বাংলাদেশীর মরদেহ ত্রিপুরা রাজ্যের খোয়াই থানায় পুলিশ হেফাজতে রয়েছে। বাল্লা বিজিবি মরদেহ ফেরতের জন্য গতকাল বুধবার সকালে বিএসএফ’র কাছে পত্র দিলে এ পতাকা বৈঠক অনুষ্টিত হয়। মঙ্গলবার রাতে চুনারুঘাট উপজেলার রেমা সীমান্তের বাছাইবাড়ী এলাকায় গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর পুত্র করম আলী (৩৫), ছমির হোসেনের পুত্র সুজন (২২) ও চুনু মিয়ার পুত্র আকল মিয়া (১৯) কে ভারতীয় নাগরিকরা কুপিয়ে হত্যা করে মরদেহ সীমান্ত এলকার একটি ধান ক্ষেতে ফেলে রাখে। পরবর্তীতে সিংগিছড়া বিএসএফ জোয়ানরা ৩ বাংলাদেশীর মরদেহ উদ্ধার করে খোয়াই থানা পুলিশের কাছে হস্তান্তর করে। ৩ বাংলাদেশী হত্যার ব্যপারে প্রথমে আইন-শৃঙ্খলা বাহিনী কিছুই জানেনা বলে জানালেও পরে বিভিন্ন মিডিয়াতে সংবাদটি প্রচারিত হলে পুলিশ-বিজিবি ঘটনার সত্যতা নিশ্চিত করে। এদিকে গতকাল সকালে একদল সাংবাদিক আলীনগর গ্রামে নিহতদের বাড়ীতে গেলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়। নিহত সুজনের নব বিবাহিতা স্ত্রী পান্না বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার স্বামী আমাকে একা রেখে ঘর থেকে বের হয়ে যান। রাত তখন ৮ টা কি সাড়ে ৮টা হবে। যাবার সময় বলে যান, ভয় পেয়েওনা। কিছুক্ষণের মধ্যেই দোকান থেকে ফিরে আসবো। এরপর শুনলাম তাকে হত্যা করা হয়েছে এ বলেই তিনি মুর্চা যান। মাত্র ১৩ দিন আগে সুজনের সাথে বিয়ে হয়েছিল পান্না বেগমের। এদিকে একই সময় গানের অনুষ্টানের কথা বলে বাড়ী থেকে বের হন আকল মিয়া। যাবার সময় স্ত্রী সাহেনাকে বলেন ‘ আসার সময় ছোট মনির জন্য দুধ নিয়ে আসবো। সেই যে গেলেন আর আসলেন না। সাহেনা ২ মাসের সন্তানকে বুকে নিয়ে বিলাপ করছিলেন। এমনি ভাবে রাতের আধারে ঘর থেকে বের হন করম আলী। তার সংসারে রয়েছে রাসেল (৭) ও রাশেদা (৪) নামের দু’ অবুঝ সন্তান। বাবার মৃত্যু সংবাদ পাবার পর থেকে তাদের কান্না কেউ থামাতে পারছেন না। তারা স্বজনের লাশ ফেরৎ ও এ হত্যাকান্ডের বিচার দাবী করেছেন। চলতি বছরের ৫ এপ্রিল ত্রিপুরা রাজ্যের খোয়াই শহরের কাছে গৌড়নগর গ্রামের বাসিন্দারা গাজীপুর ইউপির মানিক ভান্ডার গ্রামের খুর্শেদ আলীর পুত্র আনোয়ার আলী (৩৫) , একই ইউনিয়নের হাপ্টার হাওর গ্রামের ছিদ্দিক আলী (৫৫) ও উসমানপুর গ্রামের মফিজ উল্লার পুত্র উমর আলী (৩০) কে কুপিয়ে হত্যা করে। পরদিন রাতের আধারে ওই ৩ ব্যক্তির মরদেহ বিজিবি’র কাছে হস্তান্তর করেছিল বিএসএফ। উল্লেখ্য, বাল্লা সীমান্তের বিভিন্ন এলাকায় গত ১০ বছরে শিশুসহ ২০ জন বাংলাদেশীকে গুলি ও পিঠিয়ে হত্যা করে বিএসএফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com