প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার দু’দিনব্যাপী কর মেলার প্রথম দিন ব্যাপক হারে কর আদায় হয়েছে। গত বছর কর মেলার দু’দিনে যে পৌরকর আদায় হয়েছিল এবার প্রথম দিনেই তার চেয়ে ১ লাখ ২৬ হাজার ৫শ ৮২ টাকা বেশী আদায় হয়েছে। এবার প্রথম দিনে আদায় হয়েছে ১৩ লাখ ৩ হাজার ৩ শ ৬০ টাকা যেখানে গতবার দুদিনে আদায় হয়েছিল ১১ লাখ ৭৬ হাজার ৭ শ ৭৮ টাকা। গতবার প্রথম দিনে আদায় হয়েছিল ৫ লাখ ২৮ হাজার ৯শ ৩৫ টাকা। অর্থাৎ প্রথম দিনে গতবারের চেয়ে ৭ লাখ ৭৪ হাজার ৪ শ ২৫ টাকা বেশী আদায় হয়েছে। কর মেলার এ সাফল্যকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। আয়োজকদের ধারণা দ্বিতীয় দিন বৃহস্পতিবারও কর আদায়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাবে। হবিগঞ্জ পৌরসভা প্রতিবারের মতো এবারও পৌরকর আদায়ে নাগরিকদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দ’ুদিনব্যাপী কর মেলার আয়োজন করে হবিগঞ্জ পৌরভবন প্রাঙ্গনে। গতকাল বুধবার পৌরমঞ্চে করমেলার উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয় মেয়র আলহাজ্ব জি, কে গউছের সভাপতিত্বে। জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে কর মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডঃ আব্দুল মোতালিব চৌধুরী, ডাঃ সিদ্দীক আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, কর নিরূপন সংক্রান্ত স্থায়ী কমিটির আহ্বায়ক পৌর কাউন্সিলর মোঃ মাহবুবুল হক হেলাল, পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, মোঃ আলমগীর, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, আব্দুল আউয়াল মজনু, পিয়ারা বেগম, সালমা আক্তার চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, পৌরসভার সচিব নুর আজম শরীফ, নিবার্হী প্রকৌশলী মধুসুদন দাসসহ অন্যান্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বৃন্দাবন কলেজের অধ্যক্ষ বিজিত কুমার ভট্টাচার্য্য ২ লাখ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক চৌধুরী ১ লাখ ২৪ হাজার টাকা ও আমির চান কমপ্লেক্সের পক্ষ থেকে পরিশোধ করা হয় ৮৩ হাজার টাকা। সারদিনে সর্বমোট ৮১২ টি হোল্ডিংয়ের ট্যাক্স আদায় করা হয় কর মেলায়।