নবীগঞ্জ প্রতিনিধি ॥ মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মাওঃ মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষনার প্রতিবাদে গতকাল বুধবার বিকালে নবীগঞ্জে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে। ফলে মিছিল না করেই দৌড়ে পালাতে সক্ষম হয়েছে শিবির কর্মীরা। এদিকে মঙ্গলবার দিবাগত গভীর রাতে নাশকতা এড়াতের শহরে জামায়াত শিবিরের বিভিন্ন নেতাকর্মীদের বাসায় হানা দেয় পুলিশ। এ সময় কলেজ ছাত্রশিবিরের সভাপতি আলিমূল ইসলাম তালুকদার (২২)কে আটক করে পুলিশ।
উল্লেখ্য, গতকাল বুধবার মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমীর মাওঃ মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় ঘোষনাকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় নবীগঞ্জেও শিবির কর্মীদের মধ্যে উৎকন্ঠা ও উত্তেজনা বিরাজ করে। যে কোন নাশকতা এড়াতে পুলিশ সর্ব্বোচ্চ সর্তকতাবস্থায় ছিল। সহকারী পুলিশ সুপার নাজমুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীর নেতৃত্বে নতুন বাজার মোড়ে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। দুপুর ১২.২০ মিনিটে জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাসিঁর রায় ঘোষনা হয়। এর প্রতিবাদে বিকাল সাড়ে ৪টার দিকে নবীগঞ্জ পৌর ও উপজেলা জামায়াত শিবির শহরের শেরপুর রোডস্থ আল-করিম জামে মসজিদের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে জামায়াত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে দিগি¦দিক পালিয়ে যায়।