নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের গুজাখাইড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধের মিথ্যা অপ-প্রচার ও বিভ্রান্তিমূলক সংবাদের প্রতিবাদে গত সোমবার সকালে বিদ্যালয় অফিস কক্ষে এক সভা অনুষ্টিত হয়। পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ আব্দাল মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গত ১৮ অক্টোবর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ বলেন, এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভবানী শংকর ভট্টাচার্য্য দীর্ঘ ২২ বছর যাবত অত্যন্ত নিষ্টা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন। অতি সম্প্রতি জনৈক ব্যক্তি বিদ্যালয়ের প্রায় ৩৫ বছর পূর্বের একটি পঞ্চম শ্রেণী পাসের ভূয়া সনদপত্র দাবী করলে প্রধান শিক্ষক এ রকম ভুয়া সনদপত্র দিতে অনিহা প্রকাশ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে একটি কুচক্রী মহল বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন ও প্রধান শিক্ষকের ভাবমুর্তি নষ্ট করার জন্য হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারের নিকট মিথ্যা ও বিভ্রান্তমূলক অভিযোগ প্রেরন করেন এবং সংবাদকর্মীকে মিথ্যা ও ভুল তথ্য দিয়ে পত্রিকায় বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেন। বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলে বিগত ২৬ শে অক্টোবর কমিটির নেতৃবৃন্দ তদন্তকালে অভিযোগের সমর্থনে অভিযোগকারীরা কোনরূপ সুনিদৃষ্ঠ তথ্য প্রমান উপস্থাপন করতে পারেনি। কিন্তু তদন্তকারীরা প্রতিবেদন দাখিল করার পূর্বে অভিযোগ সত্য বলে পুনরায় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় যা আরও বিভ্রান্তিকর। এ নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের মাঝে তীব্র অসন্তোষ বিরাজ করছে।