স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ১১ বছরের শিশু লাইজুকে আগামী ১ নভেম্বর শুক্রবার বিয়ের পীড়িতে বসানো হচ্ছে। লাইজু নোয়াগাঁও গ্রামের দুলাল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়- শিশু লাইজু গত বছর স্থানীয় নোয়াগাঁও জালালাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়। এরপর আর তাকে পড়ানো হয়নি। ১ নভেম্বর হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামের নুর ইসলামের ছেলে আতাউরের (১৮) সঙ্গে তার বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়েছে। শিশু লাইজুর বাল্য বিয়ে হতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে স্থানীয় রিচি ইউপি সদস্য অলিউর রহমান বলেন- “বিষয়টি আমিও শুনেছি। এ বাল্য বিয়ে যাতে না হয়, সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।” এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন- “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি।” এ ব্যাপারে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমান জানান- শিশু লাইজুকে বাল্য বিয়ের দেওয়ার চেষ্টা করা হলে তা বন্ধ করা হবে।