স্টাফ রিপোর্টার ॥ শহরের খোয়াই মুখ এলাকার নদীর বাধ থেকে ঈমান আলী নামে মোটর সাইকেল ছিনতাইকারী সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রাত ১টায় পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, শহরের হরিপুর এলাকার ছোরাব আলীর পুত্র ঈমান
আলী (২৮) এর বিরুদ্ধে চুরি, ছিনতাই, হত্যা, মাদক ব্যবসাসহ বিভিন্ন মামলা রয়েছে। গতকাল রাতে ঈমান আলী আবারও ছিনতাই এর প্রস্তুতি নিলে সদর থানার এস আই ইকবাল বাহার ও এস আই ইন্দ্রনীল ভট্টাচার্য্য তাকে আটক করে। এ সময় তার স্বীকারোক্তিতে খোয়াই মুখ এলাকার বেনু সাধুর গুদাম থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সদর থানার এস আই ইকবাল বাহার জানান, ঈমান আলীকে খোয়াই নদীর বাঁধ থেকে আটক ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।