সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা মোতালিব চৌধুরী মাহফুজকে ধরে থানায় সোপর্দ মাধবপুরে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১ মাধবপুরে পুরস্কার অনুষ্ঠানে জি কে গউছ ॥ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে খেলাধুলা করতে হবে প্রবাসীদের অর্থায়নে নবীগঞ্জে হচ্ছে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৮ আসামী আটক বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলার আসামী শাহজাহানকে গ্রেফতারের দাবিতে আজমিরীগঞ্জের নোয়াগর গ্রামে মানববন্ধন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বণ হারিয়ে পাগলপ্রায় বয়োবৃদ্ধ মোস্তফা নবীগঞ্জের পানিউমদায় সেনা অভিযানে এয়ারগান উদ্ধার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত চুনারুঘাট লালচাঁন বাগানে ১০ লিটার চোলাই মদ জব্দ

নবীগঞ্জে প্রাইমারী স্কুলে সাপ খোলা আকাশের নীচে পাঠদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৫১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের রিফাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষের নীচ ধেবে গেছে। এতে ঝুকিপূর্ণ হয়ে গেছে ভবনটি। এছাড়া অতি সম্প্রতি স্কুলের শ্রেণী কক্ষের ফাটল থেকে এবং বারান্দার আশপাশ এলাকা থেকে বিষধর সাপ বের হয়ে আসছে। ইতিমধ্যে প্রায় ১০টি সাপ মারা হয়েছে। একদিকে ঝুকিপূর্ণ ভবন অপরদিকে সাপ, এমন অবস্থায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতংক বিরাজ করছে। ফলে গত ৪ দিন ধরে খোলা আকাশের নীচে ক্লাশ চালিয়ে যাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় গ্রামবাসী ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ভবিষ্যত জীবন চিন্তা করে অতি সত্ত্বর ঝুকিপূর্ণ শ্রেণী কক্ষের মেরামত সহ বিষধর সাপের বিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য দাবী জানিয়েছেন এলাকাবাসী।
PIC Nabigonj--27-10-14এলাকাবাসী জানান, ১৯২৮ সালে প্রতিষ্টিত রিফাতপুর সরকারী প্রাইমারী স্কুলটি ১৯৯৭-১৯৯৮ অর্থ বছরে অফিস রুমসহ ৪টি কক্ষ বিশিষ্ট স্কুল নির্মিত হয়। গত ৬ মাস পূর্র্বে হঠাৎ করে স্কুলের শ্রেণী কক্ষের নীচের ফ্লোর ধেবে গিয়ে ফাটল দেখা দেয়। বারান্দার পাশে ফাটল দিয়ে গর্তের সৃষ্টি হয়। উক্ত গর্ত ও ধেবে যাওয়া শ্রেণীর কক্ষের ভিতরে বিষধর সাপ বাসা বাধে। প্রতিদিন একাধিক সাপ শ্রেণী কক্ষে যাতায়াত ও আনাগোনা করতে থাকায় ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতংক দেখা দেয়। ইতিমধ্যে গত ৪ দিনে কমপক্ষে ১০টি বিষধর সাপ এলাকার লোকজন মারতে সক্ষম হয়েছে। আরো অসংখ্য সাপ গর্তগুলোতে অবস্থান করছে বলে গ্রামবাসী ও শিক্ষকগণ আশংকা করছেন। এমতাবস্থায় চরম আতংকের মধ্যে ছাত্র-ছাত্রীদের নিয়ে খোলা আকাশের নীচে পাঠদান করছেন শিক্ষক-শিক্ষিকারা। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাইমারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com