সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামী যুবলীগ নেতা মোতালিব চৌধুরী মাহফুজকে ধরে থানায় সোপর্দ মাধবপুরে ৪০ কেজি গাঁজা ও ৪৮ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার ১ মাধবপুরে পুরস্কার অনুষ্ঠানে জি কে গউছ ॥ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে খেলাধুলা করতে হবে প্রবাসীদের অর্থায়নে নবীগঞ্জে হচ্ছে টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে ৮ আসামী আটক বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ হত্যা মামলার আসামী শাহজাহানকে গ্রেফতারের দাবিতে আজমিরীগঞ্জের নোয়াগর গ্রামে মানববন্ধন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বণ হারিয়ে পাগলপ্রায় বয়োবৃদ্ধ মোস্তফা নবীগঞ্জের পানিউমদায় সেনা অভিযানে এয়ারগান উদ্ধার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত চুনারুঘাট লালচাঁন বাগানে ১০ লিটার চোলাই মদ জব্দ

ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর মাঝে রিক্সা বিতরণ করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০১৪
  • ৫৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবহেলিত ছোট ছোট জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করেছে। আর এই পরিকল্পনার অংশ হিসেবে আজ নৃ-তাত্বিক জনগোষ্ঠীর ৪০টি পরিবারে ১টি করে রিক্সা বিতরন করা হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগ গরীব মেহনতী মানুষের দল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় গেলেই দেশে শুধু লুটপাট আর বোমাবাজি হয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধি ভাতাসহ বিভিন্নভাবে গরীব অসহায় মানুষকে সহযোগিতা করা হচ্ছে। শুধু তাই না, গ্রামেগঞ্জের মসজিদ, মন্দির, মক্তব, মাদ্রাসা, স্কুল-কলেজেও ব্যাপক হারে বরাদ্দ দেয়া হচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই গরীব অহসবায় মানুষ সুন্দর সুষ্ঠুভাবে খেয়ে পড়ে জীবন যাপন করতে পারছে।
গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলা হল রোমে ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠীর মাঝে রিক্সা বিতরণ কালে এমপি আবু জাহির উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মর্কতা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, উপজেলা প্রকৌশলী নাজির আহম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, চেয়ারম্যান সাহেব আলী, আব্দুল আওয়াল তালুকদার, ফরহাদ আহম্মেদ আব্বাস, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি সালেক মিয়া, প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com