নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে কাগজপত্রবিহীন রিক্সা ও টমটম গাড়ীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে পৌর পরিষদ। অভিযানকালে ৫৪ টি অবৈধ রিক্সা, ৩টি টমটম ও ২টি ভ্যান গাড়ী আটক করা হয়েছে। এ ছাড়া ড্রাইভিং লাইসেন্স না থাকায় বিভিন্ন রিক্সা চালকদের কাছ থেকে ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার দিন ব্যাপী এ অভিযান পরিচালনা করেন সংশ্লিষ্ট কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম। এ সময় অন্যান্যের মাঝে পৌর সচিব নুরে আলম সিদ্দিকী, স্বাস্থ্য সহকারী সুকেশ চক্রবর্তী, টিকাদান সহকারী এলেমান চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।