প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মেম্বার পদে উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আবুল কাশেম চৌধুরী।
গত শনিবার দুপুরে বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচন অফিসার রাজু আহমেদের কাছে তার কার্যালয়ে আবুল কাশেম মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, স্থানীয় ভোটার প্রস্তাবকারী ফয়জুল ইসলাম চৌধুরী, সমর্থনকারী মোঃ চনু মিয়া, স্থানীয় ভোটার ও আওয়ামী যুবলীগ নেতা সাবাজুল হাসান চৌধুরী, বিএনপি নেতা আঃ আলীম চৌধুরী, লতিবুর রহমান চৌধুরী, আব্দুল বাছিত চৌধুরী, শহীদুল আলম চৌধুরী, ফজলুর রহমান কছন, হাজির মিয়া, ছানু মিয়া, আমীর হোসেন, স্বপন চৌধুরী, টিপু চৌধুরী, কাপ্তান মিয়া চৌধুরী, রুবায়ের চৌধুরী, সজলু তালুকদারসহ আরও অনেকে। আবুল কাশেম চৌধরী, ৮ ওয়ার্ডের উন্নয়নের জন্য তিনি জনগণের ভোটে নির্বাচিত হতে চান। তিনি সকলের নিকট ভোট ও দোয়া/আশির্বাদ প্রার্থী।