নবীগঞ্জ প্রতিনিধি ॥ কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ নেতাকর্মীদেরকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে নবীগঞ্জ উপজেলা যুবদল। গতকাল রবিবার বিকালে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় নতুন বাজার মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপনের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সহ-সভাপতি আব্দুর রকিব, আব্দুল বাছিত রাসেল, আবুল ফজল, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান চৌধুরী, আব্দুল মুকিদ, প্রচার সম্পাদক পিন্টু পুরকায়স্থ, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট কুতুব উদ্দিন, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, যুবনেতা রূপন আহমদ, নুরুল আমীন চৌধুরী, মাহিন আলম মহসিন, জিয়াউর রহমান, তোফাজ্জুল হোসেন, ফজলু মিয়া, শাহীন আহমদ, আব্দুস শহীন, আব্দুস ছোবান, সদাই মিয়া, খোকন মিয়া, চুনু মিয়া, ছেরাগ আলী, সমাই মিয়া, রোহেল আহমদ, জফর আলী, সাজু মিয়া, সাদ্দাম মিয়া, আছমান আলী ও রাহি মিয়া প্রমূখ। সমাবেশে বক্তাগণ অনতিবিলম্বে বিনা কারনে যুবদল সভাপতি আলাল সহ আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবী করেন। অন্যতায় সারা দেশের ন্যায় নবীগঞ্জে যুবদলের নেতৃত্বে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে।