নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক আসামী ফারছু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ফারছু মিয়া নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের রফিক মিয়ার পুত্র।
পুলিশ জানায়, ফারছু মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে পলাতক ছিল। গত শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তি নবীগঞ্জ থানার সাব ইন্সেপেক্টর নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ফারছু মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।