শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার চুনারুঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে ফেরার সময় যুবক আটক লাখাই উপজেলার কাঠিহারা মেলা থেকে সরঞ্জামসহ ৪ জুয়ারী আটক বানিয়াচঙ্গে বিএনপি নেতা আহমেদ আলী মুকিব ॥ পলাতক স্বৈরাচারের পক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার ফল ভালো হবে না জে কে এন্ড এইচ কে হাই স্কুলের শতবর্ষ উদযাপন ২২ ফেব্রুয়ারী ॥ জেলা প্রশাসকের সাথে শতবর্ষ উদযাপন কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সুনামগঞ্জে গাঁজাসহ চুনারুঘাটের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা র‌্যালী জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটি অনুমোদন চুনারুঘাটে স্বর্ণ ব্যবসায়ীকে মারধর ॥ ২ লাখ টাকা লুট শায়েস্তাগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

ভাগ্নেকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী ॥ নবীগঞ্জের পাহাড়ে র‌্যাব পুলিশের ২০ ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযান ভাগ্নে উদ্ধার ॥ মামা গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪
  • ৫২৯ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ৪ বছরের ভাগ্নেকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে পারলনা লিটন আহমেদ মজুমদার (৪০)। নবীগঞ্জের পানিউমদার পাহাড়ী এলাকা থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারী মামাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বিকেল ৩টার দিকে অপহৃতকে উদ্ধার করা হয়। অপহৃত শিশুটি হচ্ছে-শ্রীমঙ্গল পৌরসভার মুসলিমবাগ আবাসিক এলাকার সৌদি আরব প্রবাসী নুরুল আমীনের শিশু পুত্র নাহিয়ান আল আমীন (৪)। অপহরণকারী মামা লিটন একই এলাকার মৃত ছালেহ আহমদ মজুমদারের পুত্র। গত ২৩ অক্টোবর সকাল ১০টার দিকে ভাগ্নেকে নিজের বাড়ি থেকেই অপহরণ করে মামা লিটন।
pic 2যেভাবে অপহরণ ঃ শিশু নাহিয়ান আল আমীনের পিতা সৌদি প্রবাসী। নাহিয়ানের পিতার বাসা এবং মামার বাসা একই এলাকায়। গত ২৩ অক্টোবর নাহিয়ানকে নিয়ে তার মা হালিমা মজুমদার লাকি পিতার বাসায় যান। ১০টার দিকে মামা লিটন প্রলোভন দিয়ে নাহিয়ানকে অপহরণ করে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের পাহাড়ী এলাকায় পূর্বপাড়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে নিয়ে আসে। বিকেলের দিকে মোবাইল ফোনে শিশুটির মা হালিমা মজুমদার লাকির কাছে ৫লাখ টাকা মুক্তিপণ দাবী করে অপহরণকারীরা। অপহরনকারী লিটন তার বোন হালিমা মজুমদার লাকীকে মোবাইল ফোনে বলে, ৫লাখ টাকা মুক্তিপণ দিলে শিশু নাহিনকে ফিরিয়ে দেবে। অন্যতায় নাহিনকে টুকরো টুকরো করে জঙ্গলের শিয়াল কুকুরকে খাওয়াবে। এ সময় লাকী ভাইকে নানা রকম আকুতি জানালে পাষণ্ড ভাই লিটন মজুমদার বলে “কান্না কাটি করে লাভ নাই, টেকা দেও, পুয়ারে নেও আর না হয় শিয়াল কুকুর খাইব তোর পোয়ার লাশ’’ এ সময় তার অবস্থান কোথায় জানতে চাইলে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর পর একই কায়দায় লিটন মজুমদার নাহিনের চাচা ও বাবাকে ফোন করে মুক্তিপণের ৫লাখ টাকা দাবী করে। এ পর্যায়ে ৪লাখ টাকা দিতে রাজি হলেও সে তার ৫লাখ টাকা আদায়ে অনড় ছিল। নিরূপায় হয়ে নাহিনের আত্মীয় স্বজন বিষয়টি সতর্কতার সহিত শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প ও থানা পুলিশকে অবগত করেন। এর পরপরই পুলিশ, র‌্যাব, ডিবি পুলিশকে অবহিত করা হয়।
যেভাবে উদ্ধার করা হয় ঃ অপহরণের বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই র‌্যাব, গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ উদ্ধার অভিযানে নামে। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে পানিউমদা এলাকায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়ার্ডন লিডার আব্দুল মুছাব্বির, মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম, শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশসহ একাধিক আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর টিম মাঠে নামে অপহৃত শিশুকে উদ্ধার করতে। রাত ব্যাপী পানিউমদার পাহাড়ে পাহাড়ে অভিযান চালানো হয়। ব্লক করে রাখা হয় প্রতিটি এলাকা। পালিয়ে যাওয়ার কোন সুযোগ দেয়া হয়নি। এলাকার চেয়ারম্যান ইজাজুর রহমান, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সভাপতি ইমদাদুর রহমান মুকুলসহ সাধারণ মানুষও যোগ দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে। রাতব্যাপী অভিযান চালিয়ে কোন সন্ধান পাওয়া যায়নি। ভোর থেকে আবার শুরু হয় অভিযান, কিন্তু কোন সুফল নেই। বেলা ৩টার দিকে গহীন পাহাড়ের পূর্বপাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান ও সাবেক চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল মোটর সাইকেলযোগে বাড়ি বাড়ি ঘুরে খোঁজাখুজি করছিলেন। তারা জনৈক উজ্জল মিয়ার বাড়ীর সামনে দিয়ে যাবার সময় ওই বাড়ীতে একটি ফুটফুটে বাচ্ছা দেখতে পেয়ে মোটর সাইকেল থেকে নেমে যান। তারা ওই শিশুটির নিকট তার বাড়ী কোথায় জানতে চাইলে সে জানায় তার বাড়ী শ্রীমঙ্গলে। তখন ওই বাড়ীতে আর কাউকে পাওয়া যায়নি। এ সময় অপহরণকারী মামা লিটন আহমদকে আশপাশে চুুপিচুুপি করতে দেখে তাকে ধাওয়া করেন। সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে চেয়ারম্যান তার পিছু ধাওয়া করে এক পর্যায়ে ধরে ফেলেন। মুহুর্তের মধ্যেই গ্রামের শত শত লোকজন এগিয়ে আসে। দেয়া হয় উত্তম মধ্যম। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনও উপস্থিত হয়। পরে তাদের নেয়া হয় পানিউমদা ইউপি কার্যালয়ে। এ সময় শত শত লোক ভীড় জমায় শিশু ও অপহরণকারীকে এক নজর দেখার জন্য। লোকজনকে সামাল দিতে প্রশাসনের সদস্যদেরকে হিমশিম খেতে হয়েছে। প্রায় ১ ঘন্টা পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে প্রশাসনের লোকজন তাদের গাড়ীতে করে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এ ব্যাপারে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের স্কোয়ার্ডন লিডার এ এন এ মুছাব্বির জিডিপি এ প্রতিনিধিকে বলেন, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে আমরা অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়েই রাত ব্যাপী পানিউমদা এলাকার পাহাড়ের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে অভিযান চালাই এবং পরদিনও অভিযান অব্যাহত থাকে।
মৌলভীবাজার জেলার সহকারী পুলিশ সুপার আশরাফুল ইসলাম ইসলাম জানান, অপহরণের ঘটনার পর থেকেই পুলিশ অভিযানে নামে। রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অবস্থান নিশ্চিত হয়ে পানিউমদা এলাকায় অবস্থান নেই। এ সময় এলাকার স্থানীয় চেয়ারম্যান ও লোকজন আমাদের অভিযানে সার্বিকভাবে সহযোগীতা করেছেন। এ ঘটনায় অপহরণ ও মুক্তিপণ দাবীর অভিযোগে মামলা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com