অলিউর রহমান অলি, ইংল্যান্ড থেকে ॥ নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই, যুক্তরাজ্য পরিবারের ৫ম গনসংযোগ সভা লেস্টার শহরের শেফ স্পাইচ রেস্টুরেন্টে অনুষ্টিত হয়। গত মঙ্গলবার সভায় নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাসের দাবী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দেশের গ্যাস চাই অন্দোলনে পূর্ণ সমর্থন ও সহযোগীতার সিদ্ধান্ত গৃহীত হয়।
নবীগঞ্জের ঘরে ঘরে গ্যাস চাই যুক্তরাজ্য কমিটির আহবায়ক নাছির আহমেদ শ্যামলের সভাপতিত্বে ও যুগ্ম-আহবায়ক তমিম চৌধুরী ও সদস্য সচিব কবি কুতুব আফতাবের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় কোরান তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হালিম। এতে স্বাগত বক্তব্য রাখেন, মুজিবুর রহমান মুজিব।
বক্তব্য রাখেন, নবীগঞ্জ বাহুবলের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, কমিউনিটি নেতা আবু ইউসুফ চৌধুরী, ব্যারিস্টার আব্দুল মজিদ তাহের, সচেতন নাগরিক সমাজ নবীগঞ্জের সভাপতি হাজী মুহিবুর রহমান হারুন, আবুল কালাম আজাদ ছোটন, শাহ আবিদ আলী, শেখ আব্দুল গফুর, অনর উদ্দিন জাহিদ, ইফতেখার আলম, আব্দুল করিম, কুর্শি ইউপির সাবেক চেয়ারম্যান আলী আহমেদ মুছা, ফয়ছল চৌধুরী, হাজী খছরু মিয়া, আমিনুর রশিদ তালুকদার, আছাবুর রহমান জীবন, মুহিবুর রহমান, শেখ কবির, কাজী শামীম আহমেদ, মির্জা তছনু বেগ, মির্জা আওলাদ বেগ, আব্দুস সবুর খান মোতাহের, সৈয়দুর রহমান সাইদ, মেছবাহুর রহমান বাবলু, সাংবাদিক মাইনুল ইসলাম দুলাল, তজমুল আলী সর্দার, হাবিবুর রহমান বেলায়েত, সিরাজুল ইসলাম, সুহেল আহমেদ, জুনেদ আহমেদ, মর্তুজা মিয়া, তফিল উদ্দিন, আবির মিয়া, আনছার উদ্দিন,প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন, সাইদুর রহমান মোহন, আবু তাহের এমবিই, হাজী আব্দুল কাইয়ুম, মোহাম্মদ মোজাহিদ মিয়া, আব্দুল হান্নান, কালিয়ার ভাঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হুসেন প্রমুখ।
সভায় দলমত নির্বিশেষে সকল নবীগঞ্জবাসীকে গ্যাস আন্দোলনে অংশগ্রহন এবং যাবতীয় নিয়মতান্ত্রিক আন্দোলনে স্থানীয় প্রশাসনকে সহযোগীতার অনুরোধ জানানো হয়।
বক্তারা বলেন-নবীগঞ্জবাসীর ন্যায্য অধিকারের আন্দোলনে যে কোন মহল আন্দোলনকারীদেরকে জুলুম নির্যাতন ও আন্দোলন নস্যাতের অপচেষ্টা করলে কঠোর জবাব দেয়া হবে।
যুক্তরাজ্য প্রবাসী নবীগঞ্জবাসীর পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাদেরকে আন্দোলনের অভিবাবকের ভুমিকায় অবতীর্ণ হওয়াতে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।