চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের ইছালিয়া নদী থেকে দেদারচে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে। খোয়াই নদীর রাজার বাজার অংশের লীজ হোল্ডারের মাধ্যমে লুট হয়ে যাচ্ছে ওই বালু। বিগত ৪ বছর ইছালিয়া নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের কারনে ইছালিয়া ব্রীজ ও নদীর তীরে বসবাসকারী মানুষের বাড়ীঘর ভেঙ্গে যাওয়ায় সরকার ইছালিয়া নদী থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করে, কিন্তু ওই নদীর বালুর ব্যাপক চাহিদা থাকায় বালু খেকোরা নানা ফাক ফোকড়ে বালু তুলে বিক্রি করছে। এতে আবারো হুমকীর মাঝে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। উপজেলা প্রশাসন চুরি হয়ে যাওয়া বালু আটকাতে পারছেনা। এলাকাবাসী জানান, খোয়াই নদীর রাজার বাজার অংশের লীজ হোল্ডার জিতু মিয়া বিগত ২ মাস ধরে স্থানীয় দুই জনপ্রতিনিধির মাধ্যমে ইছালিয়া নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করায় স্থানীয় মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে গতকাল শুক্রবার তিনি উপজেলা সার্ভেয়ারকে ঘটনাস্থলে প্রেরন করেন, কিন্তু সার্ভেয়ার শাহিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন না করে রাজার বাজার এসে একটি জানাজায় অংশ নিয়ে ফিরে যান। এলাকাবাসী সার্ভেয়ারের অপেক্ষা করে তার দেখা না পেয়ে বিষয়টি স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলীকে জানালে তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পরামর্শ দেন। এরই মাঝে লুট করে নেয়া হয় ১০ ট্রাক্টর বালু। অপরদিকে উপজেলার রাজার বাজার এলাকায় খোয়াই নদী থেকে মেশিন দিয়ে বালু উত্তোলনের কারণে রাজার বাজার গ্রামের বাসিন্দারা হুমকীর মাঝে দিনাতিপাত করছেন। শক্তিশালী মেশিনের টানে প্রচুর পরিমানে বালু আসায় নদীটি গভীর হয়ে পশ্চিম তীরে ভাঙ্গনের সৃষ্টি করছে। ওই তীরে সনাতন ধর্মের লোকজন বসবাস করেন। শুধু তাই নয়, বাজারের ভেতরে বালুর ডিপো করায় এখানে প্রতিদিন ট্রাক-ট্রাক্টরের দাপটে অতিষ্ট হয়ে উঠেছে জনজীবন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর এক প্রশ্নের জবাবে বলেন, ইছালিয়া নদীর বালুর কোন লীজ নেই। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ ব্যাপারে সার্ভেয়ার শাহীন মিয়ার মোবাইল ফোনে বার বার রিং করেও তাকে পাওয়া যায়নি।