প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে টমটম চলাচলের বৈধতাসহ নানা সমস্যার বিষয়ে আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যা এমপি আবু জাহির এর বাসভবনে হবিগঞ্জ টমটম মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নূরুল আমিন ভূইয়া, সহ-সভাপতি পিন্টু দাস, সাধারন সম্পাদক শাহীদুল হোসেন আখঞ্জী, এবং হবিগঞ্জ জেলার সকল আঞ্চলিক কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় তিনশতাধিক মালিক শ্রমিক উপস্থিত থেকে তাদের সকল সমস্যা তুলে ধরেন। এ সময় এমপি তাদের বক্তব্য শুনে আশাবাদ প্রকাশ করে বলেন, আমি আপনাদের সাথে আছি থাকব, তবে আপনাদের শ্রমিক ভাইদের প্রশিক্ষনের মাধ্যমে দক্ষতা অর্জন করে পরিচয় পত্র প্রদান করে চালক নিয়োগ করার আহ্বান জানান। তাদেরকে আরো কিছু নির্দেশনা প্রদান করেন তার মধ্যে থানার সম্মুখে ও যত্রতত্র টমটম পার্ক না করা, অভারটেক না করা, ১৮ বছরের নিচে ও অদক্ষ চালক নিয়োগ না দেয়া। শৃংখলার মাধ্যমে চলাচল করা। এগুলো নিয়ম মেনে চললে শহরে আর জানযট থাকবে না। বিশেষ করে নাম্বার প্লেট বিহীন কোন টমটম যেন শহরে প্রবেশ করতে না পারে সে দিকে মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্ধের সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান।