প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে সাবেক আমীরে জামায়াত অধ্যাপক গোলাম আজম এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুর্ষ্ঠিত হয়েছে। জেলা আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান-এর সভাপতিত্বে দোয়া মাহফিলে মরহুমের বর্ণাঢ্য জীবনের উপর আলোচনা করেন। জেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মাওঃ মোশাহিদ আলী, সহকারী সেক্রেটারী লুৎফুর রহমান, সাবেক জেলা সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুস শহিদ, পৌর আমীর কাজী মহসিন আহমেদ, জেলা শিবিরের সেক্রেটারী আতিকুল ইসলাম সোহাগ, সদর আমীর মাওঃ আব্বাস আলী, পৌর সেক্রেটারী আবুল হাসিম, সদর উপজেলা সেক্রেটারী নজরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে, জেলা আমীর বলেন, অধ্যাপক গোলাম আজম একজন ব্যক্তি নন। তিনি ইসলামী আন্দোলন ও বাংলাদেশের উন্নতি-অগ্রগতির জন্য একটি প্রতিষ্ঠান। তিনি সকল প্রকার জেল জুলুম, নির্যাতন ও রক্তচক্ষুকে উপেক্ষা করে আজীবন দেশ-জাতি ও ইসলামী আন্দোলনের জন্য কাজ করে গেছেন। তিনি মৃত্যুর পূর্ব মুহুর্তেও দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার জন্য অসিয়াত করে গেছেন। তিনি সকলকে নিয়ে মরহুমের রুহের মাগফিয়াত কামনায় মোনাজাত পরিচালনা করেন।