নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’দলের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। উপজেলার দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে-ওই গ্রামের কমরু মিয়া ও বদরুজ্জামানের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। এ নিয়ে গতকাল সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে বদরুজ্জামান (২৩), কমরু মিয়া (৭০), অফিকুল (২১), ও সামদিয়া (৩৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।