প্রেস বিজ্ঞপ্তি ॥ শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের পুনর্মীলনীর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, গত ২২ অক্টোবর বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের ২০১০-২০১৪ সনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে পুনর্মীলনীর বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ইসলামী একাডেমী এন্ড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুর রকিব, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর। প্রাক্তন ছাত্রদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন শাহ মাহবুবুর রহমান রনি, মোঃ মঞ্জুরুল হক রাজু, মোঃ সাহাব উদ্দিন সুজন, মোঃ তানভীর আহমেদ, মোঃ শাহ জনি, মোঃ সাহাব উদ্দিন প্রমুখ। বক্তব্য শেষে ২০১০-২০১৪ সনের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সর্বসম্মতিক্রমে শাহ মাহবুবুর রহমান রনিকে আহ্বায়ক, মোঃ মঞ্জুরুল হক রাকুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ ফরিদ আহমেদ, মোঃ সাহাবউদ্দিন সুজন, মোঃ তানভীর আহমেদ, মোঃ শাহআলম, মোঃ সাহাব উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক এবং মোজাম্মেল হায়দার চৌধুরী কে আই টি বিষয়ক সম্পাদক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।