চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে এক প্রতিবন্ধি মহিলাকে চিকিৎসার প্রলোভন দিয়ে চুনারুঘাট সাব-রেজিষ্ট্রারী অফিসে এনে প্রতারণা করে জমি রেজিষ্ট্রারী করাতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে এক মহিলা। জনতা উত্তম মধ্যম দিয়ে আটক মহিলাকে চুনারুঘাট থানায় সোপর্দ করেছে।
জানা যায়, বুধবার সকালে চুনারুঘাট উপজেলার পশ্চিম পীরেরগাঁও গ্রামের মৃত ছুরত আলীর প্রতিবন্ধি মেয়ে রাজিদা খাতুন (৩৩) কে একই উপজেলার ঘরগাঁও গ্রামের আব্দুল হকের স্ত্রী সুফিয়া খাতুন চিকিৎসার প্রলোভন দিয়ে একটি সিএনজি যোগে চুনারুঘাটে নিয়ে আসে। এ সময় সুফিয়ার স্বামী আব্দুল হকসহ ৪/৫জনের একদল লোক সাব-রেজিষ্ট্রারী অফিসের এক মুহরীর ঘরে অবস্থান করে এবং একটি দলিল লিখিয়ে রাখে। রাজিদা খাতুনকে আব্দুল হকসহ অন্যরা সাব-রেজিষ্ট্রারী অফিসে নিয়ে দলিলে স্বাক্ষরের কথা বললে রাজিদা স্বাক্ষর দিতে অনীহা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল হকসহ তার লোকজন রাজিদাকে মারধর করে। রাজিদার শোরচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আব্দুল হকসহ তার লোকজন পালিয়ে গেলেও সুফিয়াকে জনতা আটক করে উত্তম মধ্যম দিয়ে চুনারুঘাট থানায় সোপর্দ করে। ঘটনাটি জানাজানি হলে মুহুর্তের মধ্যে চুনারুঘাট থানায় উৎসুক জনতা ভিড় করে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।