প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ চৌকিবিলপাড়ে হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রাঃ) এর অধস্তন পুরুষ ও মাজার শরীফের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী পিতা মরহুম আব্দুল হাকিম চৌধুরীর ইছালে সওয়াব অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মাজার শরীফে ও আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসায় জিগির, কোরআন খতম ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।
মাদ্রাসার প্রধান শিক্ষকর পরিচালনায় অনুষ্টিত মিলাদ মাহফিলে নাত পরিবশেন করেন মাদ্রাসার ছাত্র রঙ্গ মিয়া, বদরুল আলম, মোস্তাকীম তালুকদার, লায়েছ মিয়া।
মিলাদের পূর্বে আলোচনা সভায় অংশ নেন-হাফেজ হাজি এখলাছুর রহমান খান, সামছু চৌধুরী, নুর ইসলাম চৌধুরী, মাতাব উদ্দিন, মাসুক চৌধুরী, মনর মিয়া, মোকারম মিয়া চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা-মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করেন।