রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসী ফর সোশ্যাল চেইঞ্জ’র উদ্যোগে মতবিনিয়ম সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ দেবাশিষ দেবনাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ব বিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পংকজ কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, পঃপঃ কর্মকর্তা আকিব উদ্দিন, সমবায় কর্মকর্তা আলী আহাদ, ব্র্যাকের জেলা কর্মকর্তা মোঃ ফিরোজ ভুইয়া, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন, সাংবাদিক রাজিব দেব রায় রাজু, আন্দিউড়া উম্মেতুন নেছা উচ্চ বিদ্যালয়েল প্রধান শিক্ষক আমিরুল ইসলাম, টেম্পু সমবায় সমিতির সভাপতি ফিরোজ মিয়া, শ্রমিক নেতা ছেনু মিয়া, ব্র্যাক কর্মকর্তা হুমায়ুন কবির, জি.এম. সুমন, বিধান চন্দ্র ধর প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন বিভাগের প্রধান, সাংবাদিক, শিক্ষক, শ্রমিক নেতাসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।