বিশেষ প্রতিনিধি ॥ বানিয়াচং কমিউনিটি সাপোর্ট গ্র“পের সদস্য-সদস্যাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জানা যায়, গতকাল ২২ অক্টোবর বুধবার সকাল ১০টায় বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশার বনমথুরা কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গনে কমিউনিটি হেলথ প্রোপ্রাইডার শারমিন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত কর্মশালা উদ্বোধন ও রিসোর্স পারসন হিসেবে উদ্বোধন ও বক্তব্য রাখেন বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শক মোঃ শহীদুর রহমান চৌধুরীর উপস্থাপনায় অন্যান্যের মধ্যে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন সিএইচসিপি শারমিন সুলতানা ও মোঃ মখলিছ মিয়া। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তৃতা করেন সনজব আলী, শহীদুল ইসলাম, জাহেদুর রহমান, মন্টু দত্ত, আরজান বিবি, আলী হায়দার, মিলন দত্ত, দুদু মিয়া, আমিন, আজমান উল্লা, মোশাহিদ মিয়া, নূরুজ্জামান, সাইদুর রহমান, হামদু মিয়া, আব্দুল হাই, বাবুল মিয়া, হাবিবুর রহমান প্রমুখ।