কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর বাজারে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করছে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিক ও তাদের স্বজনরা। নবীগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-দীঘলবাক ইউনিয়নের দৌলতপুর ও পার্শ্ববর্তী বানিপাতা গ্রামের লোকজনের মধ্যে একটি জলমহাল লিজ নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে ১৩ অক্টোবর দুপুরে দুই পক্ষের সংর্ঘষে বানিপাতা গ্রামের গোপেন্দ্র সরকার নামের এক ব্যক্তি খুন হন। এই খুনের ঘটনায় দৌলতপুর গ্রামের লোকজনের উপর মামলা দায়ের হলে গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়ে। দৌলতপুর বাজারেরও কয়েকজন ব্যবসায়ী আসামী থাকায় তারাও গা-ঢাকা দেন। এরই মধ্যে সোমবার দিবাগত রাত ৩টার দিকে দৌলতপুর গ্রামের সিজিল মিয়ার লায়েক ভেরাইটিজ স্টোর, নছির মিয়ার রিয়াদ ষ্টোর ও শাহিন মিয়ার ধান চাউলের দোকানে হামলা, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা দাবী করছেন প্রতিপক্ষের লোকজন গভীর রাতে প্রথমে হামলা ও ভাংচুর করে এবং পরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে পার্শ্ববর্তী গ্রামের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করেন। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির দারোগা এস আই জাহাঙ্গীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের জানান, গ্রামের পুরুষ শূন্যতার সুযোগে প্রতিপক্ষের লোকজন এমন কাজ করতে পারে এটা স্বাভাবিক। তবে আইনের উর্ধে কেউই নয়।