মাধবপুর প্রতিনিধি ॥ ভারত থেকে পচার করে আনা আট লাখ টাকা মূল্যের ৩ সহস্রাধিক চশমা উদ্ধার করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার সকালের দিকে মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ পরিমাণ চশমা উদ্ধার করা হয়। বিজিবি ৫৫ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার (সিও) মেজর তারিক মোহাম্মদ জানান-মঙ্গলবার সকালে মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপি’র সুবেদার ওয়ারেছের নেতৃত্বে বিজিবি সদস্যরা ধর্মঘর সীমান্তে টহল দিচ্ছিলেন। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩হাজার ৩শ ৫০ পিছ ভারতীয় চশমা উদ্ধার করেন তারা।
মেজর তারিক আরও জানান- উদ্ধার হওয়া সানগ্লাসের আনুমানিক মূল্য ৮ লাখ ৩৭ হাজার ৫শ’ টাকা।