আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ের পলাতক আসামী সিরজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার বামৈ পূর্ব গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। থানা সূত্রে জানা যায়, বিগত ২০১১ সালের ১৩ ফেব্র“য়ারী বামৈ গ্রামের সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও এস আর তালুকদার শাহনুর বাদী হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হয়। এর পর থেকে সে পলাতক ছিল। গত সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এ.এস.আই বাছির আলম সন্ধ্যা ৭টায় বামৈ আলাউদ্দিন মার্কেট থেকে সিরাজুলকে গ্রেফতার করেন। সিরাজুলের বিরুদ্ধে চুরি ডাকাতির আরো মামলা রয়েছে বলে জানা গেছে।