স্টাফ রিপোর্টার ॥ বিশিষ্ট কবি ও সাংবাদিক পার্থসারথি চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ বুধবার। গত ২০১২ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১২টা ৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ উপলক্ষে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের টাউন হল রোডস্থ হবিগঞ্জ খোয়াই থিয়েটার কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করেছে ‘কবি পার্থসারথি চৌধুরী স্মরণসভা আয়োজক কমিটি’।
প্রসঙ্গত, পার্থসারথি চৌধুরী ১৯৫১ সালের ২৫ ডিসেম্বর নবীগঞ্জের ইনাতগঞ্জ উপজেলার আঘনা গ্রামে জন্মগ্রহণ করেন। কৈশোর বয়স থেকেই তার লেখালেখি শুরু হয়। যৌবনে তিনি বামপন্থি ছাত্ররাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘বসন্তে বৈশাখ’ ‘শিরিষতলার গাথা’ ও প্রবন্ধ গ্রন্থ ‘কাণ্ডকারখানা’। এছাড়াও অনেক গল্প, উপন্যাস লিখেছেন তিনি বিভিন্ন পত্র-পত্রিকায়। জীবনের দীর্ঘ সময় তিনি সিলেটের দৈনিক যুগভেরী, হবিগঞ্জের সাপ্তাহিক স্বাধিকার, সাপ্তাহিক সমাচার, সাপ্তাহিক স্বদেশবার্তাসহ বিভিন্ন পত্র-পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এছাড়াও বিভিন্ন জাতীয় দৈনিকে কলাম ও কবিতা লিখেছেন।