প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউপির স্থানীয় (দুলচাতল) তাজিয়া মুবাশ্বিয়া আলিম মাদ্রাসার গবর্নিং বডির অনুষ্টিত নির্বাচনে অভিবাবক প্রতিনিধি পদে, নবীগঞ্জ বাজার ব্যাবসায় সমিতির সদস্য ও বাউসা হাফিজিয়া মাদ্রাসার নব নির্বাচিত সদস্য মনসুর আহমেদ চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেন, গত সোমবার অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্য মাওঃ ইলিয়াছ উদ্দিন ভূঁইয়ার নিকট। এ সময় উপস্থিত ছিলেন, বাউসা ইউপি চেয়ারম্যান আনোয়ারুর রহমান, ইউপি মেম্বার লোকমান উদ্দিন, মিরাশ উল্লাহ, আঃ হাফিজ, ক্বারী আঃ নুর, সহকারী শিক্ষক মাওঃ তাজ উদ্দিন, আবু সুফিয়ান, জোবাইদ আল মামুন, গোলাম কিবরিয়া চৌধুরী, নজরুল ইসলাম, ইছমত আহমদ, আঃ রউফ, আলেক মিয়া, বশর মিয়া, আঃ বাছিত, আঃ তাহিদ, রুহুল আমিন, আলী হাছান লিটন, আলমগীর আহমেদ প্রমুখ।