জালাল উদ্দিন রুমী, শায়েস্তাগঞ্জ থেকে ॥ মধ্যবয়সী মো: সাজ্জাদুর রহমান চৌধুরী নবীগঞ্জ উপজেলার ঘোলডোবা হতে মধ্যরাতে এসেছেন শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে। চিকিৎসার উদ্দ্যেশ্যে আন্তঃ নগর ট্রেন উপবন এক্সপ্রেসে যাবেন ঢাকায়। টিকেট কাউন্টারে গেলেন, পেলেন না ট্রেনের টিকেট, মনটা ভীষন খারাপ। এখন কি করবেন? রোগী মানুষ কিভাবে যাবেন ঢাকায়। দীর্ঘক্ষণ টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে প্রতিনিধিকে বলছিলেন কথাগুলো, বুকিং ক্লার্ক মো: সামছুর রহমান বলে দিয়েছেন উপবন সহ সকল আন্তঃনগর ট্রেনের আসন বিহীন টিকেট রয়েছে। টিকেট ক্রয় করতে হলে যাত্রার ৫ দিন পূর্বে টিকেট ক্রয় করতে হয়। কালোবাজারীর হাতে টিকেট পাওয়া যায় কিনা চেষ্টা করতে বলেন তিনি। অভিযোগ রয়েছে বুকিং ক্লার্ক মো: সামছুর রহমান অতিরিক্ত টাকার বিনিময়ে বহিরাগত লোকজনের হাতে টিকেট তুলে দেন, এজন্য শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি বুকিং ক্লার্ক মো: সামছুর রহমান সহ বেশ কয়েকজনকে হাতেনাতে আটক করেন। যাত্রীর প্রশ্ন মৌলভীবাজার জেলার শমসেরনগর, ভানুগাছ ও কুলাউড়া স্টেশনে ৫শ টিকেট বরাদ্দ থাকলেও শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন পূর্বের ৩শ টিকেটের মধ্যে প্রায় ২১৫টি টিকেট বরাদ্দ রয়েছে। যা যাত্রীর তুলনায় খুবই নগন্য। বৃহত্তর সিলেট বিভাগের প্রবেশদ্বার হবিগঞ্জ জেলার একমাত্র প্রাচীনতম গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন হিসেবে পরিচিত, কিন্তু শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে এত টিকেট স্বল্পতা কেন? জেলার জনসাধারণের প্রশ্ন হবিগঞ্জ জেলায় ৪ টি আসনের মাননীয় সংসদ সদস্যরা থাকা সত্বেও শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের টিকেট এর সংখ্যা এত কম কেন? পূর্বে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে এমন ছিল না। কেন এ পরিস্থিতি ? টিকেট কাউন্টারের পাশের রুমে বসা কম্পিউটার ইঞ্জিনিয়ার মোঃ খায়ের আহমেদ কে প্রশ্ন করা হলে তিনি অসহায়ত্বের কথা স্বীকার করে বললেন-শায়েস্তাগঞ্জে ৬টি আন্তঃনগর ট্রেনের চাহিদার তুলনায় আসন অ-প্রতুল। প্রতিদিন সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেলওয়ে রুটে যাতায়াতকারী ৬ টি আন্তঃনগর ট্রেনের ইতিপূর্বে ৪শ টিকেট বরাদ্দ ছিল কিন্তু বর্তমানে ৬টি আন্তঃনগর ট্রেনের টিকেট বরাদ্দ রয়েছে মাত্র ২১৫ টি। এর মধ্যে আরো কমে যেতে পারে ট্রেনের টিকেট স্টেশন মাস্টার এ প্রতিনিধিকে জানান। অথচ প্রতিদিন টিকেট নিতে টিকেট কাউন্টারে হাজির হচ্ছেন কম পক্ষে আটশত থেকে এক হাজার যাত্রী। চলতি বছরের এপ্রিল থেকে রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ প্রাচীনতম ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ জংশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের বরাদ্দকৃত আসন সংখ্যা কমিয়ে দেয়ায় হবিগঞ্জ জেলার যাত্রীদের চাহিদা অনুযায়ী টিকেট দেয়া সম্ভব হচ্ছে না। তাদের দাবি, মেরামতের অজুহাতে সবকটি আন্তঃনগর ট্রেন থেকে বগি প্রত্যাহার করা হয়েছে। যে কারণে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে চরমভাবে ট্রেনের আসন সঙ্কট দেখা দিয়েছে। টিকেট নিতে আসা বিপুল সংখ্যক যাত্রী প্রতিদিন শুন্যহাতে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। কেউবা জরুরী প্রয়োজনে ষ্ট্যান্ডিং টিকেট নিয়ে গন্তব্যে যাচ্ছেন। এভাবে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীসাধারণ। প্রতিদিন এ রেল ষ্টেশনে বাড়ছে ট্রেনের যাত্রী সংখ্যা। ট্রেনের বিপরিতে আসন না বাড়িয়ে শায়েস্তাগঞ্জ রেল জংশন ষ্টেশন থেকে কমিয়ে নেয়া হচ্ছে আসন সংখ্যা। এ কারনে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশনের রাজস্ব আয় এখন কমে যাচ্ছে। সংশ্লিষ্টদের আশংকা এ অবস্থা চলতে থাকলে যাত্রী সাধারণ রেল ভ্রমনে নিরুৎসাহিত হবেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন মাষ্টার মোঃ জাহাঙ্গীর আলম জানান, ঢাকা ও চট্টগ্রাম গন্তব্যের জন্য বরাদ্দ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বর্তমানে ৬টি ট্রেনের বরাদ্দ টিকেট ২১৫টি। এর মধ্যে চট্টগ্রামগমী পাহাড়িকা ট্রেনের মাত্র ২৮টি টিকেট ‘ট’ ও ‘জ’ শ্রেণীর বগি। শোভন চেয়ার নেই। চট্টগ্রামগামী উদয়ন ট্রেনের মাত্র ৪১ টি ‘ট’ ও ‘জ’ শ্রেণির বগি শোভন চেয়ার নেই। ঢাকা মুখী আন্তঃনগর ‘কালনী‘ ট্রেনের মাত্র ৩১ টি টিকেট ‘গ’ ও ‘খ’ শ্রেনীর বগির বরাদ্দ রয়েছে। জয়ন্তিকা ট্রেনের মাত্র ৩০ টি টিকেট ‘ট’ ও‘ঝ’ শ্রেনীর বগি বরাদ্দ রয়েছে। পারাবত ট্রেনের মাত্র ৪০ টি টিকেট ‘ঝ’ ও ‘চ’ শ্রেণীর বগি পারাবতের সুলভ নেই। আছে শুধু শোভন চেয়ার, এসি, প্রথম শ্রেনী, কেবিন নিয়ে ৪০টি। সূত্র জানায়, রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় জোনের প্রাচীনতম ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ জংশন শায়েস্তাগঞ্জ রেলওয়ে ষ্টেশন থেকে ঢাকা-সিলেট ও চট্টগ্রাম-সিলেট পথে চলাচলকারী আন্তঃনগর ৬টি ট্রেনের ৭টি (বগি) প্রত্যাহার করার ফলে আসন সংখ্যা কমে গেছে। গত এক বছরে পর্যায়ক্রমে প্রত্যাহার করা বগিগুলো হলো, ঢাকাগামী জয়ন্তিকার ‘চ’ শ্রেণীর বগি, উপবনের ‘ঠ’ শ্রেণীর বগি, কালনী ‘গ’ ও ‘ঙ’ শ্রেণীর বগি, পারাবতের ‘ছ’ শ্রেণী বগি, চট্টগ্রামগামী পাহাড়িকা ‘এ’ শ্রেণীর বগি ও উদয়নের ‘ছ’ শ্রেণীর বগি। যাত্রীদের সুবিধা বিবেচনা না করেই আন্তঃনগর ট্রেনের বগিগুলো তুলে নেয়ার এমন সিদ্ধান্ত নেয়ার আগে জেলার ৪ জন সংসদ সদস্যের সাথে যোগাযোগ করে যাত্রী সাধারণের কথা ভাবা উচিত ছিল। শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের দায়িত্বপ্রাপ্ত ষ্টেশন মাষ্টার জাহাঙ্গীর আলম এ প্রতিনিধিকে বলেন, এ রেল স্টেশনটি সিলেট বিভাগের প্রবেশদ্বার প্রচীনতম ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ রেল জংশন শায়েস্তাগঞ্জ ১টি লাভজনক স্টেশন। সিলেট বিভাগের অন্যান্য জেলার তুলনায় শায়েস্তাগঞ্জ স্টেশনে বর্তমানে যে পরিমান টিকিট বরাদ্দ আছে তা চাহিদার তুলনায় খুবই নগণ্য। প্রতিদিন হবিগঞ্জ জেলার যাত্রীদের ৬টি আন্তঃনগর ট্রেনে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে কমপক্ষে ৮শত টিকিট প্রয়োজন। বর্তমানে যে আয় হচ্ছে আসন সংখ্যা বৃদ্ধি করলে এর চেয়ে ৩/৪ গুণ বেশী আয় করা সম্ভব বলে তিনি মনে করেন। এদিকে ট্রেনের টিকিট সংখ্যা বৃদ্ধির দাবীতে হবিগঞ্জ জেলাবাসী সরকারের প্রতি দাবী জানানোর পাশাপাশী আন্দোলনে কথা ভাবছে।