নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে সিএনজি চালক মালিককের সৃষ্ট ঘটনায় ১০ গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা গতকাল কালিয়ারভাঙ্গা ইউনিয়ন অফিসে শালিসে নিস্পত্তি হয়েছে। গতকাল সকালে ইউনিয়ন অফিসে নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে উক্ত শালিসে উপস্থিত ছিলেন নবীগঞ্জ বাহুবল আসনের এম.পি ্এম এ মুনিম চৌধুরী বাবু, সাবেক এমপি এডঃ আব্দুল মোছাব্বির, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম, সাবেক উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, এডঃ জাবেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ রউপ, ইমদাদুল হক চৌধুরী প্রমুখ।
উল্লেখ, গত ৪ অক্টেবর সিএনজি ভাড়া টাকা চাইতে গিয়ে কালিয়াভাঙ্গা ইউনিয়নের সিএ্নজির মালিক ফরহাদের সাথে বানিয়াচং উপজেলার তাজপুর গ্রামের সিএনজি চালক আহমদের সাথে ঝগড়া বাধে। এ ঘটনা পরদিন উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় ইমামবাড়ী বাজারে মহড়া পাল্টা মহড়া দেয়। পরে পুলিশ ও দাঙ্গা পুলিশের উপস্থিতিতে সংঘাত থেকে রক্ষা পায় উভয় পক্ষের লোকজন। এর পরদিন উভয় পক্ষের পক্ষ নিয়ে ১০ গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ দুই শতাধিক লোক আহত হয়। এই সংঘর্ষের ঘটনায় পুলিশের মধ্যস্থতায় বিষয়টি সমধানের জন্য গতকাল সোমবার বৈঠকের সিদ্ধান্ত হয়। গতকাল শালিস বৈঠকে এই ঘটনার জন্য উভয় পক্ষ ক্ষমা প্রার্থনা চান। এবং সিএনজির মালিক পক্ষের পাওনা টাকা দেয়ার রায় প্রদান করেন।