স্টাফ রিপোর্টার ॥ সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর অনুকূলে ২০১৪-১৫ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচীর আওতায় ১০০ মে:টন গম প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫৮টি প্রতিষ্টানের রক্ষণাবেক্ষণের জন্য এ পরিমাণ গম বরাদ্দ দেয়া হয়েছে। এ ব্যাপারে এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন-২৪ মার্চ আওয়ামী লীগের মনোনিত এমপি হওয়ার পর থেকে যা বরাদ্দ পেয়েছি, তা জনসম্মুখে তুলে ধরেছি। জনগণের উন্নয়নে এই বরাদ্দ প্রদান করা হয়। তাই জনগণের কাছে জবাবদিহীতা এবং স্বচ্ছতার ভিতিত্তে সকল কার্যসম্পন্ন করা আমার নৈতিক দায়িত্ব বলে আমি মনে করি।