মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মাদক স¤্রাট খ্যাত আলী আকবরের বাড়িতে অভিযান চালিয়ে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মাধবপুর থানার উপ-পরিদর্শক সামস-ই-তাব্রিজ গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুর এলাকায় আলী-আকবরের বাড়িতে অভিযান চালায়। অভযানকালে তার রান্না ঘরের একটি কুঠুরিতে পলিথিন মোড়ানো ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আলী-আকবর সহ তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়। পরে আলী-আকবরের ভাই আলী-আজগর (৪০)কে মাতাল অবস্থায় তার বাড়ি থেকে আটক করে পুলিশ।