নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের সীমান্তবর্তী মৌলভীবাজার মডেল থানাধীন কাগাবালা ইউনিয়নের আতানগীরি গ্রামে গত ৫দিন ধরে রাত ব্যাপী চলছে নগ্ন নারীদের অশালীন নৃত্য, জোয়ার আসরসহ নানা অসামাজিক কার্যক্রম। আর এ জোয়া ও নগ্ন নৃত্যর আসরে নবীগঞ্জের যুবকরাই যুগছে বেশী বলে জানা গেছে। এসব দেখার যেন কেউ নেই! প্রতি রাতেই দেশের বিভিন্ন স্থান থেকে উঠতি বয়সী নষ্টা রমনী এনে ওই স্থানে অসাধু প্রশাসনের কতিপয় কর্তাদের ম্যানেজ করে সরকার দলীয় নেতাদের মন জয় করে চলছে হৈ হৈ কান্ড রই রই ব্যাপার। এসবের ফলে এলাকার উঠতি বয়সী যুবকসহ বিভিন্ন শ্রেনী পেশার জোয়ারী ও মাদক সেবীরা ওই গ্রামকে অপরাধের স্বর্গ রাজ্য হিসাবে বেছে নিয়েছে। প্রতিবাদ করার মতো কারো সাহস নেই। এলাকায় গুঞ্জন উঠেছে সরকার দলীয় প্রভাবশালী এক নেতাকে প্রতি রাতে ১ লাখ টাকা করে সেলামী দিয়ে চলছে এসব অবৈধ কার্যক্রম। পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ম্যানেজ করে দিন ব্যাপী যাত্রা পালার নামে মাইকিং প্রচারনা করে বীরদর্পে চালিয়ে যাচ্ছে কথিত প্রভাবশালীরা এসব অবৈধ কর্মকান্ড। উলেখ, প্রতি বছরই ওই গ্রামে এ রকম অবৈধ কর্মকান্ড পরিচালনা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকার সচেতন মহল।