নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে শিশুসহ ১০জন আহত হয়েছে। নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়গাও গ্রামে গতকাল রবিবার বিকেলে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের আনসার উদ্দিন ও প্রতিবেশী মোশাহিদ মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে শিশুসহ ১০ জন আহত হয়। আহতের মধ্যে মোশাহিদ (২৫), মাজেদা বেগম (৮), ইকরাম মিয়া (৫০) ও আজিজুর মিয়া (১৪)কে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।