বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা যুবদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেছেন, যুবদল বিএনপির অগ্র সৈনিক। যুবদল শক্তিশালী হলে বিএনপি শক্তিশালী হবে। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ঘোষিত কর্মসূচীকে সফল করতে হলে ওয়ার্ড পর্যায়ে যুবদলকে আরও শক্তিশালী করতে হবে। গতকাল দুপুরে বানিয়াচঙ্গ জনাব আলী কলেজ অডিটরিয়ামে বানিয়াচঙ্গ উপজেলা যুবদল আয়োজিত বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শেখ আমীর হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মিলন খান ও সাংগঠনিক সম্পাদক মুতিউর রহমান মুতির যৌত পরিচালনায় বিশেষ অতিথিছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বকুল, আইয়ুব আলী, মজিবুল হোসেন মারুফ, উপজেলা চেয়ারম্যন ও বিএনপি নেতা শেখ বশীর আহমদ, মহিবুর রহমান বাবলু, খালেদ মিয়া, মখলিছুর রহমান আবু, জীবন আহমেদ লিটন, শেখ আমজাল হোসেন, জাহির হোসেন, ছাদিকুর আহমেদ, মাসুদ খান, আমিরুল আখঞ্জি, আব্দুল হান্নান, শাহজাহান, আবু সুফিয়ান ঠাকুর, শফিকুল ইসলাম, এস এম হাবিবুর রহমান, নবী হোসেন, জিয়াউর রহমান, মাজহারুল ইসলাম আনহার, মোজাম্মিল হোসেন খানসহ বানিয়াচঙ্গ উপজেলার ১৫টি ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকগণ ও উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।