স্টাফ রিপোর্টার ॥ বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের গুঙ্গুর হাটি গ্রামে দু’দলের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের জাহিদ মিয়া ছোট বাচ্চা ও আব্দুল গনির ছোট বাচ্চাদের মধ্যে ঝগড়া হয়। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে জাহির মিয়া (৩৫), আবজাল মিয়া (১৬), নাছির মিয়া (২২) ও সামসু মিয়া (২৬)কে হবিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।