নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে গতকাল রবিবার সকালে দু’ সন্তানের জননী দিলারা বেগম (২৮) নামের এক গৃহবধূ ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
নিহত দিলারা বেগম ওই গ্রামের ফজলু মিয়ার স্ত্রী এবং পার্শ্ববতী সুনারুগ্রামের ইমান উল্লার মেয়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই নজরুল ইসলাম একদল পুলিশ নিয়ে মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। পুলিশ ও এলাকাবাসী সুত্র জানায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া গ্রামের ফজলু মিয়ার স্ত্রী দিলারা বেগম রবিবার সকালে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে তার শয়ন কক্ষে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জের হিসেবেই দিলারা বেগম আত্মহননের পথ বেচেঁ নেয় বলে এলাকাবাসী জানান।